[ad_1]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের হাতে হাতে ডিজিটাল ফোন দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি সব কিছু চুরি করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবাষির্কী। প্রত্যেক যুবলীগ নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়।
এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন। আসন গ্রহণ করার পরে বঙ্গবন্ধু কন্যা যুবলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সভাপতিকে সভামঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রধানমন্ত্রীর হাতে তারা ক্রেস্ট তুলে দেন।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
[ad_2]